× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠাপুকুরে জামায়াত প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

মোতাহার হোসেনঃ মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

২২ নভেম্বর ২০২৫, ১৯:১১ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন প্রদর্শন করা হয়।  শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মিঠাপুকুর আন্ডারপাস সংলগ্ন মহাবিদ্যালয় মাঠ থেকে এ শোডাউন শুরু হয়ে উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।   এতে কয়েক হাজার  নেতা কর্মী অংশ নেয়। 

শোডাউনে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, সেক্রেটারি শফিকুল ইসলামসহ শিবির নেতৃবৃন্দ।  এ সময় নেতা-কর্মীরা ‘দাঁড়িপাল্লায় ভোট দিন, পরিবর্তন আনুন’—এই স্লোগন দেয়। শোডাউন শেষে প্রার্থী গোলাম রাব্বানী উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।  

এ ব্যাপারে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত প্রার্থী এই আয়োজনের মাধ্যমে মাঠপর্যায়ে শক্ত অবস্থান প্রদর্শন করলেন এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনলেন।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.