বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ, অসহায় ও অসুস্থ ৬০ জন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পৌরসভার ছায়াবীথি এলাকায় তার নিজ বাসভবনে আয়োজন করা হয় এ মানবিক কর্মসূচির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি বলেন, “তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে মানুষের কল্যাণে এমন উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসনীয়। দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। লায়ন খোরশেদ আলম যেভাবে সাভারজুড়ে মানবিক সেবাকে বিস্তৃত করছেন, তা স্থানীয় রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”
লায়ন মো. খোরশেদ আলম বলেন,“রাজনীতি ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়, মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির আসল চেতনা। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা চাই সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষগুলো কিছুটা হলেও সহায়তা পায়। ভবিষ্যতেও নিয়মিতভাবে এই মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। সাভারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু মানবিকতার জায়গায় সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। তাই আজকের দিনটিকে আমি উৎসর্গ করেছি অসহায় মানুষের জন্য।”
অনুষ্ঠানে আগত অতিথিরাও তারেক রহমানের জন্মদিনকে মানবিক সেবায় উৎসর্গ করার এই উদ্যোগের উচ্চ প্রশংসা করেন।
সাভার পৌর ছাত্রদলের তাজ খান নাঈমমের সঞ্চালনায় লায়ন মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মোশারফ হোসেন মোল্লা। এছাড়াও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।