× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যেখানে শিক্ষক নির্যাতন হবে সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে- অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী

মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৬ পিএম

বেসরকারী শিক্ষকরা তাদের অধিকার নিয়ে এখন অনেকটাই সচেতন। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা নিশ্চয়ই শিক্ষকদের এখন আর তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কারণ আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে সরকার বাহাদুরকে বুঝিয়ে দিয়েছি, যৌক্তিক দাবি কিভাবে আদায় করতে হয়? আমরা চেয়েছিলাম ২০% বাড়ি ভাড়া। তারা ৫% দিতে সম্মত হয়েছিলেন কিন্তু আমরা মানি নাই বরং প্রজ্ঞাপনকে বাতিল করে আবারও প্রজ্ঞাপন নিয়ে শহিদ মিনারে এসেছিলাম। সরকারের সম্মানার্থে আমরা ৫% ছাড় দিয়েছি। ১৫ % দাবি আদায় করে এনেছি।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল বুধবার বিকালে পালকী কমিউনিটি সেন্টারে এমপিওভুক্ত শিক্ষা পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মাও. দেলোয়ার হোসেন আজিজী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলছে চলবেই। অন্য শিক্ষকদের সংগঠন এ আন্দোলন করলে খরচ হতো  লক্ষ লক্ষ টাকা আর আমাদের খচর হয়েছে মাত্র ৩০ হাজার টাকা। এ সততা ও স্বচ্ছতার কারণেই শিক্ষক সমাজ জোটের প্রতি আস্থা রেখে আন্দোলন তীব্র থেকে তীব্রতর গড়ে তুলেছেন বলে আমাদের দাবী আদায় সম্ভব হয়েছে।

তিনি বলেন, কোথাও যদি শিক্ষক নির্যাতন হয়, সেটা উপজেলা, জেলা, অধিদপ্তরে ফাইল আটকিয়ে রাখা হয়, তাহলে সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মন্ত্রণালয়ে গেলে আমাদের বিভিন্ন অনিয়মের কথা শুনতে হয়। আপনারা প্রতিষ্ঠানে সময়মত উপস্থিত হন না, ঠিকমতো ক্লাসে যান না, গেলেও মনযোগের সাথে পাঠদান করেন না। দয়া করে আপনাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে যথাযথভাবে পালন করে, জাতিকে বুঝিয়ে দিবেন শিক্ষকরা দায়িত্বহীন না। তারা দায়িত্বশীল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা আগামীদিনে সকল বৈষম্য দূর করব, ইনশাআল্লাহ।

এরপর তিনি ফুলবাড়িয়া উপজেলায় ‘জাতীয়করণ প্রত্যাশী জোট’ এবং মাদ্রাসা শিক্ষকদের একটি আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করেন।

ফুলবাড়ীয়া কে.আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ইউনুছ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ মাও. তাজাম্মুল ইসলাম খান, অধ্যাপক এ.কে.এম শামসুজ্জোহা প্রমুখ বক্তব্য রাখেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.