ইটভাটা চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন সাভারের আমিনবাজার এলাকার ইটভাটা মালিক ও শ্রমিকরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের উভয়মুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা জানান, সরকার দ্রুত ইটভাটা চালুর অনুমতি না দিলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে আরিচা, মানিকগঞ্জসহ বিভিন্ন রুটের যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা অব্যাহত রেখেছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, “ইটভাটা সচল রাখার দাবিতে মালিক-শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে কাজ করছি।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১২ টা নাগাদ মহাসড়কে অবরোধ বহাল ছিল।
উল্লেখ্য, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৫ অনুযায়ী সমগ্র সাভার উপজেলাকে ইতোমধ্যে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত এয়ারশেড বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর সম্প্রতি সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে। গত বুধবার (১২ নভেম্বর) পরিচালিত অভিযানে একাধিক অবৈধ ইটভাটা বন্ধ করে জরিমানা আদায় করা হয়।
অভিযান চলার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় ইটভাটা মালিক ও শ্রমিকদের মধ্যে।