× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ককটেল বিস্ফোরণ,আহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৫, ১৩:০৮ পিএম

মানিকগঞ্জ শহরে আধা ঘণ্টার ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশে এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দুই রিকশাচালক আহত হন। আহতরা হলেন -সাগর হোসেন ও নবীন হোসেন। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার আগের রাতে শহরে টেনশন তৈরি হয়। ঠিক সেই সময় বাসস্ট্যান্ডের ‘অদম্য ৭১’ ভাস্কর্যের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এর আধা ঘণ্টা পর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর সুপারমার্কেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণে রিকশাচালক সাগর ও নবীন আহত হন।

পরে রাতেই ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়ার গোলড়া এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর ককটেল বিস্ফোরণের পর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল-মামুন জানান, বিস্ফোরণের সব স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও আরও বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.