বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের তিন দফা দাবির পক্ষে নীলফামারী সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হয়। এতে জেলার পাঁচটি সরকারি কলেজের প্রভাষকরা অংশ নেন।
প্রভাষকদের দাবিগুলো হলো—
১. দীর্ঘদিন ধরে চলমান মামলার দ্রুত নিষ্পত্তি,
২. শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ২০০০ বিধি অনুযায়ী কলেজ জাতীয়করণের তারিখ থেকে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপন বাতিল,
৩. এবং প্রভাষকদের পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন দ্রুত জারি।
কর্মসূচিতে বক্তব্য দেন প্রভাষক পরিষদের সদস্য সচিব ও নীলফামারী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “৩২তম থেকে ২৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের পদোন্নতি ঝুলে থাকায় তারা পেশাগত ও সামাজিকভাবে বঞ্চিত হচ্ছেন। বছরের পর বছর ধরে এই অচলাবস্থা চলছে। আমরা ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ।”
বক্তব্য দেন কেন্দ্রীয় আহ্বায়ক ও আরবি বিভাগের প্রভাষক ড. মো. ফরহাদ উল ইসলাম। তিনি বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের মতো নীলফামারীতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন চলছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি অব্যাহত থাকবে।”
এসময় আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোনাব্বেরুল হাসানসহ বিভিন্ন বিভাগের প্রভাষকরা।
প্রভাষক পরিষদের তথ্য অনুযায়ী, নীলফামারীর পাঁচটি সরকারি কলেজে বর্তমানে ৬৮ জন প্রভাষক কর্মসূচিতে যুক্ত আছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।