কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় নানামুখী তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর.এন.বি)। মোবাইল টহল, চেকপোস্ট বসানোর পাশাপাশি বিভিন্ন জনসমাগমস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাদের সঙ্গীয় ফোর্সসহ চিলাহাটির বিভিন্ন জায়গায় এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর.এন.বি) চিলাহাটি ইউনিট ইনচার্জ সোহরাব হোসেনের নেতৃত্বে চিলাহাটি রেলওয়ে স্টেশনে সন্দেহ জনক যানবাহন ও যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাদের জানান- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে।
বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন জনসমাগম এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় একাধিক টিম চেকপোস্ট বসিয়ে কাজ শুরু করেছে।