× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সকলে মিলে জাতীয় সরকার গঠনের চেষ্টা চলছে: নুর

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)

০৮ নভেম্বর ২০২৫, ১৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী পাঁচ বছরের জন্য সকলে মিলে মিশে একটি ঐক্যমতের জাতীয় সরকার গঠনের চেষ্টা চলছে। সব দল মিলে আগামীর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, সেটি ফয়সালা করতে হবে। দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো অবস্থান পরিস্কার হওয়ার পরই গণঅধিকার পরিষদ বিবেচনা করবে কোনো জোটে যাবে কী না?

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা গণঅধিকার পরিষদ ফুলবাড়ী পৌরশহরের বাসস্ট্যান্ড বটতলী মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উপরোক্ত কথা বলেন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগীয় সম্বনয়কারী ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের গণঅধিকার পরিষদের সাম্ভব্য প্রার্থী মো. শাহজাহান চৌধুরী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খান সজিব, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শোভন, ফুলবাড়ী শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি নাদিম এম জিসান, সাধারণ সম্পাদক রাফসান জানি প্রমুখ। ভিপি নুরুল হক নুর বলেন, পুলিশ, আর্মি, প্রশাসনের কর্মকর্তা, এমপি ও মন্ত্রী সকলের বেতন হয় জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা দিয়ে। জনগণের ট্যাক্সের টাকায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা আর যেন কোন রাজনৈতিক দলের কাছে মাথা নত না করে। রাজনৈতিক দলের ইশারায় যে উঠা বসা না করে। তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থেকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। জনগণের প্রতি ইনশাপ প্রদর্শন করতে হবে। সেজন্য পুলিশের নিয়োগ ও পদোন্নতির জন্য একটি স্বাধীন কমিশন করতে হবে।

ভিপি নুর বলেন, ফ্যাসিবাদী হাসিনার দমন-পীড়নের কারণে দেশের মানুষের যখন কথা বলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তখন সেই প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা ছাত্র-যুবক-তরুণরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন রাজনীতি শুরু করেছিলাম। আপোষহীন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে গণঅধিকার পরিষদ আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, আর যেন হাসিনার মতো কোন ফ্যাসিস্ট দেশকে ভারতে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.