নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনয়ন চূড়ান্ত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে নির্বাচিত করতে হবে। সেই সাথে দেশকে গণতন্ত্রের পথে প্রত্যাবর্তনের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কবিরহাট উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এ মন্তব্য করেন তিনি। শনিবার (৮ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভায় মেট্রো টাওয়ারের আসন্ন নির্বাচনে মনোনয়ন পাওয়া পর কবিরহাট উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কবির হাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন। কবিরহাট উপজেলা নেতাকর্মীরা মতবিনিময় সভায় বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে নির্বাচিত করার মাধ্যমে বিএনপির নেতৃত্বে সুরক্ষিত করতে হবে দেশের সার্বভৌমত্ব। ফিরিয়ে দিতে হবে জনগণের প্রাপ্য অধিকার ও মর্যাদা।
অনুষ্ঠানে বক্তব্যকালে নেতারা বলেন, আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, ১৭ বছর পরে আমরা এই রাস্তাটি তৈরি করেছি। আমাদের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা ছিল, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব ভরণ করেছিল। হাজার হাজার নেতাকর্মী মামলা মাথায় নিয়ে বাবা-মার জানাযা পড়তে পারে নাই, বোনের বিয়েতে অংশ নিতে পারে নাই।
৫ আগস্টের গণঅভ্যাত্থানে ১৪’শ জন শহীদের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী ছিল। অতএব এই আন্দোলনের অগ্রনায়ক হচ্ছেন তারেক রহমান, অন্য কেই নয়। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না। আগামী দিনে বাংলাদেশ যদি গড়তে হয়, বাংলাদেশে যদি উন্নয়ন করতে হয়, তাহলে তারেক জিয়ার ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ,বেলায়েত হোসেন খোকন, চেয়ারম্যান আবুল কালাম, চেয়ারম্যান আব্দুর রহিম,কবিরহাট উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহাদাত হোসেন, কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ ও পৌর যুবদলের সদস্য সচিব মহিন উদ্দিনসহ বিএনপি অঙ্গ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।