জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারের পূর্ব পাশে ভুরভুরা বিলের ওপর ফকিরবাড়ি সংলগ্ন এলাকায় স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গ্রামবাসীরা জানান, প্রায় ৩৭ বছর ধরে অবহেলিত এ এলাকার আট গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে ভুগছেন। একসময় এই পথে ছিল কাঠের ব্রিজ, তারও আগে বাঁশের সাঁকো। কিন্তু দীর্ঘদিন আগে ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে আর কোনো স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে ভুরভুরা বিলের পানি বেড়ে গেলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম-সবই নষ্ট হচ্ছে। বছরের প্রায় পুরো সময়ই এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে গ্রামবাসীর।
মানববন্ধনে বক্তব্য দেন বালিজুড়ী ইউপি সাবেক চেয়ারম্যান শিবলু বারী রাজু, হামিদুর ইসলাম, সমাজসেবক রাসেদ খান রিটু, তাহেরুল ইসলাম, আকাশ হোসেন ও দুলাল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, “৭০-৮০ বছরের পুরোনো এই রাস্তাটির এখন আর কোনো অস্তিত্ব নেই। বহুবার প্রশাসনের কাছে দাবি জানালেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ জরুরি।”
বক্তারা আরও বলেন, সেতুটি নির্মিত হলে স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ হবে, শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারবে এবং এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়- ভুরভুরা বিলের ওপর দ্রুত ফকিরবাড়ি সংলগ্ন ব্রিজ নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।