চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ঊমাচরণ মাতবর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন হিন্দু পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। তিনি প্রতিটি পরিবারকে ২ বান টিন, নগদ ৬ হাজার টাকা, শুকনা খাবার এবং ২টি করে কম্বল প্রদান করেন।
ইউএনও ফখরুল ইসলাম বলেন, “আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়, তবে ধীরে ধীরে এই কষ্ট কাটিয়ে উঠতে আমরা পাশে থাকব। সরকারি সহায়তা পাওয়া গেলে তা দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ্রামের ঊমাচরণ মাতবর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে মৃত শতীন্দ্র নাথের দুই পুত্র প্রিয়লাল নাথ, রঞ্জিত নাথ এবং বিজয়ের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘরে কেউ না থাকায় প্রাণহানি ঘটেনি, তবে তিন পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়লালের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের উৎপত্তি হতে পারে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন সীতাকুণ্ড আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়াও শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিক এস. এম. ইকবাল হোসাইন নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বস্ত্র বিতরণ করেন। স্থানীয় সাংবাদিক মোহাম্মদ জামশেদ আলম ও এস. এম. ইকবাল হোসাইন বলেন, “বিপদ কখনও বলে আসে না-তাই সবাইকে সচেতন থাকতে হবে”। অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব হয়ে পড়েছে। আসুন আমরা যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াই।