× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ বয়কট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আলোচনা সভা ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশকে কেন্দ্র করেই উপজেলাব্যাপী বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক দুই নেতা উক্ত আলোচনা সভা ও কর্মী সমাবেশ বয়কট করেন। সাবেক ঐ দুই ছাত্রদল নেতা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন।  সাবেক এই দুই ছাত্র নেতা প্রশ্ন তোলেন, জুবায়ের হোসেন বাপ্পী কোন রাজনৈতিক প্রটোকলের ভিত্তিতে বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় প্রোগ্রামের ব্যানারে তার নাম স্থান পেল। 

বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা সমালোচনা করে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালে এদিন সিপাহী জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। এই দিনটি বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত গৌরব ও আবেগের দিন। দিবসটি উপলক্ষে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আলোচনা সভা ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়। ব্যানারে বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা, সদ্য পাবনা-৪ আসনের মনোনয়ন প্রাপ্ত ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদ্য পাবনা-৫ আসনের মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ার পার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন সহ বিভিন্ন নেতৃবৃন্দের নাম ছিল। কিন্তু ব্যানারে বিএনপির বর্তমান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অনেক সাবেক নেতৃবৃন্দের নাম না দিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন ও একজন বিতর্কিত ব্যক্তি জুবায়ের হোসেন বাপ্পীর নাম বিশেষ অতিথি হিসেবে ব্যানারে থাকায় তারা ব্যথিত হয়েছেন বলে জানান। 

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন বলেন, গত ৬ নভেম্বর একটি ফেসবুক পোস্টে প্রোগ্রামের একটি ব্যানার দেখতে পাই, আমরা তখনি জুবায়ের হোসেন বাপ্পীকে বিশেষ অতিথি করে ব্যানারে নাম রাখার বিষয়ে হাবিবুর রহমান হাবিব ভাই ও শরিফুল ইসলাম তুহিন ভাইয়ের কাছে আপত্তি জানাই। কিন্তু প্রোগ্রামে গিয়ে দেখি ঈশ্বরদী বিএনপির ঐক্য বিনষ্টকারী জুবায়ের হোসেন বাপ্পীর নাম বহাল রাখা হয়েছে এবং সে বিশেষ অতিথির আসনে উপবিষ্ট। তাৎক্ষণিক আমরা প্রতিবান জানালে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা সুলভ মালিথা জানায় বাপ্পী বিশেষ অতিথি হিসেবেই থাকবেন। ফলে আমরা উক্ত সমাবেশ বয়কট করি। 

তিনি আরও বলেন, জুবায়ের হোসেন বাপ্পী আওয়ামীলীগ আমলে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। হাবিব ভাই মনোনয়ন পাওয়ার পর জাকারিয়া পিন্টু ভাই শুভেচ্ছা বার্তা দেন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। কিন্তু বাপ্পি সংবাদ সম্মেলন করে বিভেদ সৃষ্টি করেন। আমরা মনে করি সে বিএনপির ঐক্য বিনষ্টের জন্য ষড়যন্ত্রকারী হিসেবে ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, এখন ফেসবুকে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে সেখানে অশ্লীল গানবাজনা হচ্ছে। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের ও সন্মানের। এদিনে এমন কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু বাপ্পিকে কখনোই দেখি নাই। সে তুহিন ভাইয়ের মামলার বিষয়ে ভূমিকা পালন করেছে। সেজন্য তুহিন ভাই তাকে ব্যক্তিগতভাবে সম্মানিত করতে পারেন। কিন্তু দলীয় প্রটকল ভেঙে তাকে উচ্চাসনে বসানোর কারনে আমরা প্রতিবাদ জানিয়ে সমাবেশ বয়কট করেছি। 

এবিষয়ে শরিফুল ইসলাম তুহিনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.