× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যর্থ হলে আর কোনদিন নির্বাচনে আসব না: ফয়জুল করিম

জেলা প্রতিনিধি, নরসিংদী

০৫ নভেম্বর ২০২৫, ১৭:৪২ পিএম । আপডেটঃ ০৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল তারা কেওই দেশের উন্নতি করেনি। করেছে লুটপাট আর দুর্নীতি। এর মধ্যে বিএনপি ক্ষমতা থাকাকালীন বাংলাদেশ তিন তিন বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

গত মঙ্গলবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশের সংসদ মদকে বৈধ ঘোষণা করেছে, যা ইসলামে হারাম। যারা এই সংসদ সদস্যদের নির্বাচিত করেছেন, তাদেরও কেয়ামতের ময়দানে এই গুনাহের দায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভোট দিয়ে যারা খুন, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারকারীকে নির্বাচিত করেন, তাদের অপরাধেও ভোটাররা অংশীদার হন। মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার অমুসলিমরাও হাতপাখায় ভোট দিতে পারেন ন্যায়বিচার, জান-মাল ও ইজ্জতের নিরাপত্তার জন্য।’

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘যারা নৌকা প্রতীকে নির্বাচন করে, তারা নৌকা চালাতে জানে না; যারা ধানের শীষে করে, তারা ধান কাটতে জানে না; যারা লাঙ্গল নেয়, তারা লাঙ্গল চালাতে জানে না। কিন্তু হাতপাখা এমন প্রতীক, যা সব শ্রেণির মানুষ চালাতে পারে — নারী-পুরুষ, ধনী-গরিব সবার প্রতীক এটি।’

তিনি বলেন, ‘বিএনপি তাদের পাঁচ বছরের ক্ষমতার মধ্যে তিনবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের কার্যকলাপ সবাই জানে। এখনো তারা ক্ষমতায় আসার আগেই নিজেদের মধ্যে খুন ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.