নড়াইল জেলা ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো. তুহিন মোল্যার সহযোগিতায় গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের গাছের চারা স্বেচ্ছাসেবীদের মাঝে বিতরণ এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বুধবার (৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্লাসহ প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে ৫’শত ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয় এবং তা বিভিন্ন স্থানে রোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি শারমিন আক্তার জাহান বলেন, “পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু চারা বিতরণ ও রোপণ শেষ নয়, এর যত্নও নিতে হবে যেন গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে। ভাল কাজের সাথে আমি আছি এবং সব সময় থাকবো।
লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন মোল্লা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, ক্ষতিকর কার্বনডাইঅক্সাইড শোষন করে নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই গাছ। তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।