× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৮ মাসের শিশু ধর্ষণের অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

০৩ নভেম্বর ২০২৫, ১৯:৪১ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় ১৮ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোর সপ্তম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় মামলা করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটলেও গতকাল রবিবার এ ঘটনা জানাজানি হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে।

শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগে বলেন,  ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তার বড় মেয়ে স্কুলে গেলে তার ১৮ মাস বয়সী ছোট মেয়ে বাড়ির পাশে রাস্তার ধারে পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী ওই কিশোর তাকে গান শোনানোর প্রলোভন দেখিয়ে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যায়। অল্পক্ষণ পর শিশুটিকে খুঁজতে গিয়ে তার দাদী তাকে খুঁজে পাননি। পরে ওই শিশুর কান্নার শব্দ শুনে অভিযুক্ত ওই কিশোরের বাড়ীতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোলে নিয়ে চিৎকার শুরু করেন। পরে শিশুটিকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুর মা  জানান, ঘটনার পর অভিযুক্ত কিশোরের মা তাৎক্ষণিক তাদের বাড়িতে এসে ঘটনা কাউকে না জানাতে তার এবং শিশুটির বাবার পা ধরে কান্নাকাটি করেন। তিনি শিশুটির উন্নত চিকিৎসা ও অভিযুক্ত কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম ও র‌্যাব কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.