× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক হস্তান্তর করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৫, ১৭:৩১ পিএম

ছবি: সংগৃহীত।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম ভাওয়েল’ হস্তান্তর করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের পক্ষ হতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসানের নিকট এসব অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি ঈশ্বরদী এলাকায় বেশ কয়েকটি সর্প দংশনের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় সংকট দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বিশেষ উদ্যোগে গ্রহন করে এসব অ্যান্টিভেনম সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মানুষের জীবন বাঁচাতে মানবিক দায়িত্বের অংশ হিসেবে এই অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেন সাপে কাটা কোনো রোগী পাবনা অথবা রাজশাহী মেডিকেলে না যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.