× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভিটেমাটি নদীতে, চরবাসীর আর্তনাদ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

০৩ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খাড়ুয়ারপাড়, সবুজপাড়া এলাকায় দুধকুমার নদীর অব্যাহত ভাঙনে শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। নদীভাঙনে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছে, তাদের মধ্যে এখন শুধু  হাহাকার । চরাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের জন্য একটি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের আহ্বান জানানো হয়েছে। চর উন্নয়ন কমিটি, ঘোগাদহ ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল রোববার (২ নভেম্বর) মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  আব্দুল জলিল সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু, খোরশেদ মেম্বার, দুল মেম্বার ও অন্যান্যরা। খারাপ আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও প্রায় পাঁচ শতাধিক নদী ভাঙন কবলিত মানুষ সমাবেশে অংশ নেন। 

চরবাসীরা জানান, ঘরবাড়ি বারবার নদীভাঙনে হারিয়েছে। অনেকের স্বামী নেই বা প্রতিবন্ধী, কাজ নেই, খাবারের অভাব রয়েছে। 

অবসরপ্রাপ্ত  অধ্যাপক  শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। সরকারি পুনর্বাসন সুবিধা এখনও পৌঁছায়নি, নদীভাঙা মানুষের সঠিক তথ্যও নেই। গত দশ বছরে প্রায় এক লাখ মানুষ ঠিকানা বদল করতে বাধ্য হয়েছে, যার ফলে সামাজিক বন্ধন ও পরিবার বিচ্ছিন্ন হচ্ছে। 

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের মতো চরাঞ্চলের জীবনমান উন্নয়নের জন্য এখনই একটি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের সময় এসেছে, না হলে কুড়িগ্রাম আবারও দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.