× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে অবৈধ বালু জব্দ

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

০২ নভেম্বর ২০২৫, ২০:৩০ পিএম

খাগড়াছড়ির রামগড় পৌরসভার  ০৭ নং ওয়ার্ড বাগানটিলা  নামক এলাকায় অবৈধভাবে উত্তোলিত ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে বালু জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান সূত্র জানায়, রামগড় পৌরসভার ০৭ নং ওয়ার্ড বাগানটিলা  নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে বালু উত্তোলন কারীদের পাওয়া যায়নি। মোবাইল কোর্টের আগমনের পূর্বে সম্ভবত তারা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত ০২ টি স্তূপে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু আইন অনুযায়ী উন্মুক্ত নিলামে বিক্রির মাধ্যমে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। কৃষি জমি থেকে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট ও জমির মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। আশেপাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমনকি আশেপাশের ফসলি জমি ও জমির পাকা ধান হুমকির মুখে পড়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে বালু উত্তোলনকারী সকলকে পর্যায়ক্রমে  আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছে। জব্দকৃত বালু রামগড় থানার অফিসার ইনচার্জ এর  জিম্মায় প্রদান করা হয়েছে।  জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে রামগড় থানার একটি টিম ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.