চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ১২টায় পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক জানান, সীতাকুণ্ড-বারতাকিয়া সেকশনের রেলওয়ে কিলোমিটার নং ৪০/৪-৫ এলাকায় আপ রেললাইনের উপর চট্রগ্রাম-সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পরনে ছিল গোলাপি রঙের পেটিকোট ও হলুদ ব্লাউজ। তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
রেলওয়ে পুলিশ আরও জানিয়েছে, কোনো আত্মীয় বা পরিচিতি পাওয়া যায়নি। পাশাপাশি, ঘটনাস্থল এলাকার রেলওয়ে ট্রাফিক স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।