× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে ফ্রী মেডিকেল ক্যাম্প

মো. তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর)

০১ নভেম্বর ২০২৫, ১৩:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের চরকাশিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ,চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাব এর সহ-সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

তিনি বলেন, আমি যদি দলের সুযোগ পাই, তাহলে মতলবের স্বাস্থ্যব্যবস্থাকে বাংলাদেশের মডেল করব। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হেল্থ সেন্টারগুলোতে  শতভাগ ডাক্তার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন,আমি যেহেতু একজন শিক্ষক সেই হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণের জন্য আমি পদক্ষেপ নিব  যার মধ্যে থাকবে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং এই উন্নয়নগুলোর মাধ্যমে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন,চরাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি সুযোগ পেলে এই রাস্তাঘাটেরও সংস্কার কাজ করে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করব ইনশাআল্লাহ।

এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালীর সভাপতিত্বে ও জেলা প্রজন্মদলের যুগ্ম আহবায়ক  মো. ইউসুফ বাদশা ও মতলব উত্তর উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম সম্পাদক গফুর বাদশার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য এড.এস এম মফিজুল ইসলাম, যাত্রাবাড়ী থানা ক্রিড়া চক্রের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির মানবধীকার বিষয়ক সভাপতি এড. শরীফ মাহমুদ সায়েম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশু, স্বেচ্ছাসেকদলের ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিনসহ অনেকে।

ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা  ও ঔষধ দেওয়া হয়। স্বাস্থ্য সেবা প্রদান করেন ২২ জন চিকিৎসক।

ডক্টর এসোশিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১দফা ঘোষনা অনুযায়ী সকল সেক্টরে উন্নয়ন করা হবে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে উন্নয়ন বেশি হবে। কারণ এই তিনটার সাথেই বাংলাদেশের মানুষের বেশি সম্পৃক্ততা। আমি যেহেতু একজন ডাক্তার এবং শিক্ষক সে হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন আমার কাছে প্রধান্য থাকবে। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ডা. সরকার শামীম আরও বলেন, আমি এমপি হই বা না হই বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করার সুযোগ পাব। যেহেতু আমি স্বাস্থ্য সংস্কার কমিটির সদস্য। চরাঞ্চলে স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের জন্যে উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে।রাস্তাঘাট উন্নয়ন করা হবে। তাই আগামী নির্বাচনে তারেক রহমানকে ক্ষমতায় আনতে সবাই ধানের শীষে ভোট দিবেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমার চোখে ছোট ছোট প্রতিটি ছেলে মেয়েই ভবিষ্যৎ খেলোয়াড়। তাই প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনব। তারাই যোগ্য খেলোয়াড় হয়ে জাতীয় দলে খেলবে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.