× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

মো. মোস্তাফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি)

২৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৮ পিএম

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) নলছিটি পাবলিক লাইব্রেরি সম্মুখে দিনব্যাপী এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লাভলু, যুগ আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক রেজোয়ান উল হক, নলছিটি পৌর যুবদলের আহবায়ক রুস্তুম শরিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক বশির তালুকদার, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম রাজীব, সোহাগ মুন্সি, সদস্য সচিব সালাউদ্দিন রাজন প্রমুখ।

এসময় তারা বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে আজকে এ আয়োজন করা হয়েছে। বিএনপি জনগণের দল তারা জনগণের সেবায় নিয়োজিত ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে। শুধু মেডিকেল ক্যাম্পেইন নয় যে কোন মানবিক কাজে যুবদলের অংশগ্রহণ থাকবে।

চিকিৎসা সেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনীতি মানুষের কল্যানের জন্য। তাদের এই ধরনের মহতি কাজ চলমান থাকুক সেই দোয়া রইলো। দুপুর পর্যন্ত শতাধিক রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী ফ্রি ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডা. সুব্রত দাস (এমবিবিএস), এক্স রেসিডেন্স মেডিকেল অফিসার, স্কয়ার হাসপাতাল, ঢাকা সাথে ছিলেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিষ মন্ডল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.