সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ রোডের পল্লী বিদ্যুত অফিসের সামনের অংশে ১৫০ মিটার (২০ মিটার এপ্রোচসহ) আরসিসির কাজের উদ্বোধন করা হয়েছে। বিশেষ মোনাজাতের (দোয়া) মাধ্যমে কাজের উদ্বোধন করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ, সড়ক উপ-বিভাগ ফুলবাড়িয়া সড়ক শাখার উপ-সহকারী প্রকৌশলী মানিক চন্দ্র সাহা, সমাজ সেবক সার্জেন্ট (অব.) মো: আব্দুল বারেক উপস্থিত ছিলেন।
সড়ক বিভাগ ময়মনসিংহ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া টু ময়মনসিংহ ১৮ কিলোমিটার সড়কের সংস্কারের (কার্পেটিং) মাধ্যমে চলাচল উপযোগি করা হয়। তবে ফুলবাড়ীয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনের অংশ খুব বেশি খারাপ থাকায় পথচারীদের চরম দুর্ভোগ ছিল। ১৩০ মিটার আরসিসি ঢালাই রাস্তার দুই পাশের ১০ মিটার করে ২০ মিটার এপ্রোচ সর্বমোট ১৫০ মিটার সড়ক নির্মাণ কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। সেই ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু হয় এবং কাজ শেষ হলে পথচারীদের দুর্ভোগ লাঘব হবে। এই অংশে কাজটি শুরু হওয়ায় উপস্থিত শত শত মানুষ শুকরিয়া আদায় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের ভিডিও ভাইরাল হয়ে গেছে। গুনগত মান নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার।