× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে অসহায় পরিবারকে ভ্যান উপহার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৫, ১৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত।

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল গাজী এম, এইচ তামীম। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করলেন, মানবিকতাই মানুষের শ্রেষ্ঠ গুণ। শুক্রবার (২৪ অক্টোবর) বাগেরহাটের রামপাল উপজেলার একটি অসহায় পরিবারের মাঝে একটি ভ্যান উপহার দেন তিনি।

উক্ত মানবিক উদ্যোগটি বাস্তবায়িত করা হয়েছে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দীক (রহিঃ) ফাউন্ডেশন এর অর্থায়নে। ভ্যানটি পেয়ে পরিবারটির সদস্যরা আনন্দে আপ্লুত হয়ে বলেন, এই উপহার তাদের জীবিকা নির্বাহে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

এ সময় গাজী এম এইচ তামীম বলেন, শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দীক (রহিঃ) ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন,

গাজী এম, এইচ তামীমের এই মানবিক পদক্ষেপ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, ভালো কাজ কখনো ছোট নয়, এটি সমাজে আলো ছড়ায় নীরবে, নিভৃতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.