× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়ায় সিএনজি চোরকে গণপিটুনি

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৫, ২০:৩৬ পিএম

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে জনতার হাতে আটক এক সিএনজি চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে সিএনজি চোর আবুল কালাম (২২) আন্ধারিয়াপাড়া মোড়ে স্থানীয় জনতা গণধোলাই দেয়।

আটক আবুল কালাম আন্ধারিয়াপাড়া গ্রামের সেকান্দর আলীর পুত্র বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে সিএনজি চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে দেখে ফেলে। পরে চোরকে আটক করে খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সিএনজি মালিক চান মিয়া বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং০৯, তারিখ ২৩ অক্টোবর ২০২৫ ইং।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং এলাকায় চুরি-ছিনতাই রোধে আরও টহল জোরদারের দাবি জানিয়েছেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুকনুজ্জামান বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা সিএনজি চোরকে আটক করেছি। সিএনজি মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.