সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭ নং ওয়ার্ড বাউরভাগ মৌল্লিফৌদ এলাকায় সাবরী নদি থেকে পরিত্যক্ত একটি রাইফেল ও ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১শে অক্টোবর) বিকেল ৩:৩০ মিনিটে স্হানীয় সাবরী নদীতে গোসল করতে যায় তাসিম হোসেন (১৬) নামে এক বালক। তাসিম বাউরভাগ মৌল্লিফৌদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। গোসল করার সময় নদীতে নামলে তার পায়ের সাথে লৌহবস্তুর মত কিছু একটার উপস্থিতি টের পায় সে। পরে পানি থেকে তুলে দেখতে পায় সেটি একটি পরিত্যক্ত রাইফেল। পরে স্হানীয়রা খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে তথ্য দিলে পুলিশ গিয়ে ম্যাগাজিন ভর্তি ২৫ রাউন্ড গুলি সহ রাইফেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। অস্ত্রটি ৭১ এর মুক্তিযুদ্ধের সময় কালিন না অন্য কোন সময়ের তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। বিষয়টি তদন্তাধীন বলে তিনি নিশ্চিত করেছেন।