× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

“রংপুর রেঞ্জে নবপদোন্নতিপ্রাপ্ত সার্কেল এ্যাডজুট্যান্টদেরকে র‌্যাংক ব্যাজ পরালেন উপমহাপরিচালক”

১৯ অক্টোবর ২০২৫, ২৩:২৫ পিএম

আজ ১৯ অক্টোবর, রবিবার রংপুর রেঞ্জের উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা থেকে  সদ্য পদোন্নতিপ্রাপ্ত আটজন সার্কেল অ্যাডজুট্যান্টকে র‌্যাংক ব্যাজ সুশোভিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।


তিনি পদোন্নতিপ্রাপ্ত ৮ জন কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নিষ্ঠা,পেশাদারিত্ব ও রাষ্ট্রের প্রতি নিজেদের আত্মনিবেদনের জায়গাগুলোতে উন্নতি সাধনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উপমহাপরিচালক বলেন," আজকের পদোন্নতি শুধু একটি র‌্যাংক পরিধান নয়, বরং অর্পিত রাষ্ট্রীয় দায়িত্বসমূহ যথাযথ পালনের নবযাত্রা।"  

উপমহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত সকলের প্রতি আশাবাদ ব্যক্ত  করেন যে, তারা নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি ও নিজ অবস্থানে যোগ্যতার প্রমাণ রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিশন ও ভিশনসমূহ অর্জনে জোরালো ভূমিকা রাখার মাধ্যমে আস্থার জায়গা অটুট রাখবে। 

রংপুর রেঞ্জের এই র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেনসহ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.