মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়ায় অবস্থিত বেসরকারি পোশাক তৈরির কারখানা তারাসিমা এ্যাপারেলস লিমিটেড-এর প্রোডাকশন সিইও, শ্রীলংকার নাগরিক শাশাংকা জয়া উইকরমার বিরুদ্ধে এক সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। নজিরবিহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণে পুরো শিল্পাঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শ্রমিক-কর্মচারী ও উপস্থিত স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় একটি ব্রিজ নির্মাণকাজের জন্য তারাসিমা এ্যাপারেলস লি. কর্তৃপক্ষ কারখানার ব্যবহৃত পানি পরিশোধন ও নিষ্কাশন পাইপলাইন স্থানান্তর এবং মেরামতের অনুমোদনের জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)-এর কাছে আবেদন করে।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল আলীম তদন্তের জন্য কারখানার অভ্যন্তরে প্রবেশ করেন। তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রোডাকশন সিইও শাশাংকা জয়া উইকরমা সেখানে উপস্থিত হন এবং সরকারি কর্মকর্তার সঙ্গে অত্যন্ত রূঢ় ও আপত্তিকর ভাষায় কথা বলতে শুরু করেন।
চোখের পলকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে তিনি শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণ করেন এবং উপস্থিত লোকজনের সামনেই সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করেন। এ সময় সংবাদ সংগ্রহে থাকা এক স্থানীয় সাংবাদিককেও তিনি অপমানজনক আচরণের শিকার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি নাগরিকের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বাংলাদেশের প্রশাসনিক মর্যাদার প্রতি অবমাননা। তারা অভিযুক্ত সিইওর বিরুদ্ধে বিচার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।