জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ নরসিংদীর সরকারি-বেসরকারি কলেজসমুহ নিয়ে মনিটরিং ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গতকাল বুধবার (১৫ অক্টোবর) দিনব্যাপী সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এএস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয় জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটি আয়োজিত সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ইভালুয়েশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহাব উদ্দিন আহাম্মদ।
নরসিংদীতে অবস্থিত সরকারি বেসরকারি হলসমূহের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাকে অধিকতর জীবনমুখী/কর্মমুখী, যুগোপযোগী ও আধুনিকায়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে করণীয় নির্ধারণ। শিক্ষার মানোন্নয়নে মাঠ পর্যায়ে প্রতিবন্ধকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিরূপণ। কলেজে বিরাজমান সমস্যাবলী বা উচ্চ শিক্ষার মান উন্নয়নের অন্তরায়সমূহ চিহ্নিতকরণ এবং তা দূরীকরণ।
শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, দক্ষতা অর্জন, দেশপ্রেম এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরির বিষয়ে করণীয় নির্ধারণ। শিক্ষকগণের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের পাঠ গ্রহণের ক্ষেত্রে অন্তরায় এবং উত্তরণের উপায় নির্ধারণ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের সহায়ক কো- কারিকুলাম কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।
শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামগত অবস্থা, ক্লাস রুম, লাইব্রেরী, কলেজ পরিচালনা ব্যবস্থা, একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের নিয়মিত মনিটরিং নিশ্চিত করার উপায় নির্ধারন এবং পরিচালনা কমিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।