ময়মনসিংহের ত্রিশালে নোংরা অব্যবস্থাপনায়, দূর্গন্ধযুক্ত বিপুল পরিমানের মরা মুরগী বিক্রি উদ্দেশ্যে পরিবহন করার দায়ে বিশ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মাহবুবুর রহমান। সোমবার সকালে পৌরসভার বালিপাড়া রোড় এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়ীসহ সাদা প্লাস্টিকের মুড়ানো তিন বস্তা মরা মুরগীসহ ২জনকে আটক করা হয়। আটকরা হলেন, গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)।
আটক লিখন বলেন, আমরা বগার বাজার এলাকায় অবস্থিত সিপি ও ভালুকা এলাকায় অবস্থিত নারিশ কোম্পানী থেকে মুরগীর বায়ুপ্রোডাক্ট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় আমরা বিক্রি করি। তবে বায়ুপ্রোডাক্ট ক্রয়ের কোন রশিদ আমার কাছে নাই।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান বলেন, নোংরা পরিবেশে দুগন্ধযুক্ত বিপুল পরিমানে পচা মুরগী ভ্যানে করে নিয়ে যাচ্চিল বিক্রয়ের উদ্দেশ্যে। যা মানুষের স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। এ ধরনের মুরগীর বায়ুপ্রোডাক্ট বিক্রির কোন, ট্রেডলাইসেন্স তাদের কাছে নেই, ক্রয়ের কোন রশিদ নাই। ভ্যানসহ তিন বস্তা মুরগীর মাংস ও দুইজনকে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।