× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় দুর্গাপূজায় চাল বিতরণ

উবাসিং মারমা , রুমা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২ পিএম

ছবি: সংগৃহীত।

বান্দরবানের রুমা উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা উৎসব (আশ্বিনী পূর্ণিমা) ও হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গতকাল সোমবার উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপজেলার ৫৮টি বৌদ্ধ পাড়ায় প্রতিটি পাড়া ৫০০ কেজি করে সরকারি চাল বরাদ্দ পায়। পাশাপাশি দুর্গাপূজা উদযাপনের জন্য স্থানীয় একটি মন্দিরেও বরাদ্দকৃত চাল হস্তান্তর করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী। তিনি প্রতিটি বৌদ্ধ বিহার কমিটির সভাপতির হাতে চাল ও ডিও হস্তান্তর করেন। এ সময় তিনি  জানান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সরকারের এই সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করবে-এটাই আমাদের প্রত্যাশা।

সরকারি এই অনুদান পেয়ে স্থানীয় জনগণ আনন্দ প্রকাশ করেছেন এবং উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা ও দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের আশা ব্যক্ত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.