ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ঝালকাঠির সদর উপজেলার সাচিলাপুর স্কুল এন্ড কলেজ মাঠে সোমবার দুপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, সাচিলাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসলেম আলী সিকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং স্থানীয় মৎস্যজীবীরা।
সভায় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫’অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে দেশের নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকার সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। মা ইলিশ রক্ষা করতে পারলেই আগামী প্রজন্মের জন্য ইলিশের প্রাচুর্য নিশ্চিত হবে। তাই একজন জেলেও যেন এ সময়ে নদীতে নামতে না পারে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, মা ইলিশ রক্ষায় এটি শুধু সরকারের উদ্যোগ নয়, বরং সামাজিক আন্দোলন হওয়া প্রয়োজন। কারণ ইলিশ শুধু জাতীয় মাছ নয়, বরং বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবিকার অন্যতম ভিত্তি। তাই মা ইলিশ সংরক্ষণে সকল নাগরিককে সম্মিলিতভাবে দায়িত্বশীল হতে হবে। সভায় তালিকাভুক্ত স্থানীয় মৎস্যজীবীরাও অংশ নেন এবং তারা মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।