চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টম্বর) সকালে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ্য হয়ে মোহনপুরের জনগণের কল্যাণে কাজ করবো। যে কোন উন্নয়ন কাজ চেয়ারম্যান ও মেম্বার সবাই মিলেমিশে বাস্তবায়ন করবো কারণ আমরা সবাই মিলে একটি পরিবার।
মোহনপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখা, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা,সরকারি সহায়-সম্পত্তির নিরাপত্তা বিধান করা, হিন্দু ধর্মাবলীম্বীদের সার্দীয় দূর্গাপুজা শান্তি পূর্ণভাবে পালনে সহযোগীতা করাসহ নানা বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধিদের সহযাগিতা কামনা করেন ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।
ইউপি সদস্যদের কাছ থেকে তাদের নাগরিক সেবা সঠিকভাবে পায় সেদিকে শতর্ক থাকার আহব্বান জানান চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ৷
বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. মহি উদ্দিন, হিসাব রক্ষক নুর হোসেন বিপলব, মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজ উদ্দিন সেরু,মো. নাদিম, মো. রিয়াদ হোসেন, মহিলা ইউপি সদস্যা উম্মুল আয়মা লাইলী, জেসমিন আক্তার ও পারুল বেগম প্রমুখ।