× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় পুষ্টিকর খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

উবাসিং মারমা, রুমা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বান্দরবানের রুমা উপজেলার মুননুয়াম এলাকায় নিবন্ধিত শিশু ও গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১১ টা দিকে প্রকল্প শিশু সেন্টারে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

এ উদ্যোগের আয়োজক ছিল পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প। বাস্তবায়ন করে পার্বত্য কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এবং অর্থায়ন করে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের ব্যবস্থাপক জনসন বম, সমাজকর্মী বিয়াইনুক কিম বম, টিউটর লালরুয়াইলেক বমসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

জনসন বম বলেন, এ প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের শিশু ও মায়েরা নিয়মিত সহায়তা পাচ্ছে। এটি তাদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজকর্মী বিয়াইনুক কিম বম জানান— আমরা চাই প্রতিটি শিশু সুস্থভাবে বেড়ে উঠুক পড়াশোনায় আগ্রহী হোক এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.