ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার আয়োজনে তিন দফা দাবিতে বর্ণাঢ্য গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাবি তিনটি হলো-পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামো সংস্কার এবং সাম্প্রতিক সময়ের খুনিদের দৃশ্যমান বিচার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শাখার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই। এই ব্যবস্থা কার্যকর হলে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটবে এবং গণতন্ত্র শক্তিশালী হবে।”
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম। তিনি বলেন, “আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে দেশ গভীর সংকটে পড়বে। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমি জনগণের কল্যাণে কাজ করে যাব।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব।
এসময় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম বিশ্বাস। তিনি বলেন, “পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশ আরও ফ্যাসিবাদী শাসনের দিকে যাবে। দুর্নীতি বাড়বে এবং জনগণের মতামত প্রতিফলিত হবে না।”
গণ সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের তিন দফা দাবিকে সামনে রেখে আসন্ন জাতীয় নির্বাচনে নীলফামারীসহ উত্তরবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।