পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার করে মাদক ও অস্ত্র ব্যবসার বিরোধকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রতিপক্ষ গ্রুপের মনোয়ার হোসেন হিটলার নামের এক যুবদল কর্মীকে অস্ত্রের মুখে বাড়িতে তুলে নিয়ে আটক করে হত্যার চেষ্টা চালানো হয়। পরে জনতাসহ গোয়েন্দা পুুলিশের উপস্থিতিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে আটক হিটলারকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সাঁড়ার আড়মবাড়িয়া বাজার এলাকায় এঘটনা ঘটে। হামলার এ ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র উত্তেজনা চলছে।
আহত হিটলার স্থানীয় যুবদল নেতা সোহান পারভেজ বিপুর পক্ষের লোকজন। আর হামলাকারীরা হলেন, সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডলের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক হেকমতুল্লাহ রহমান কনক মন্ডল ও তার পক্ষের লোকজন।
স্থানীয় বিএনপি ও আড়মবাড়িয়া বাজারের ব্যবসায়ীদের সুত্রে জানা যায়, পতিত সরকারের পর থেকে কনক মন্ডল ও সোহান পারভেজ বিপু এলাকায় মাদক, অস্ত্র, চাঁদাবাজি, চরের জমি দখল, বালু মহাল দখল, আধিপত্য বিস্তারসহ নানা রকম অপরাধমুলক কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে। এই কারনে গ্রুপ দুটির মধ্যে প্রায়ই হামলা, মারপিট, ভাংচুর, গোলাগুলির ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনার
ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে বিপু গ্রুপের হিটলার আসনা ফুটবল মাঠে দাঁড়িয়ে ছিল। এই সময় কনক মন্ডলের নেতৃত্বে ৮-১০ টি মোটর সাইকেল নিয়ে অস্ত্র ঠেকিয়ে হিটলারকে তুলে এনে জৈনক সাহাবুলের বাড়িতে আটক করে মারপিটসহ হত্যার চেষ্টা করে। বিষয়টি জানার পর হিটলারের পক্ষের লোকজন গোয়েন্দা পুলিশসহ সাহাবুলের বাড়ির সামনে উপস্থিত হয়।
তখন বাড়ির ভিতর থেকে অন্তত ৮-১০ রাউন্ড গুলি বর্ষণ করে আতংক ছড়ানো হয়। পরে কনক মন্ডলসহ তার লোকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে হিটলারকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত হিটলারকে উদ্ধার করে মেডিকেলে প্রেরন করে। এই ঘটনার পর থেকে দুগ্রুপের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সুত্রগুলোর দেওয়া তথ্যে খোঁজ নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী লালপুর উপজলা ভারত সীমান্তবর্তী হওয়ায় বর্ষা মৌসুমে ভরা পদ্মনদীর দিয়ে দিনরাতে ভারত থেকে ফেন্সিডিল, গাঁজা, অস্ত্র, ইয়াবা আড়মবাড়িয়া বাজারে আসছে। এখান থেকে সিন্ডিকেটের মাধ্যমে মাদক ও আগ্নেয়াস্ত্র ঈশ্বরদী-পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। আর প্রতিদিন মাদক ও অস্ত্রের সিন্ডিকেট পাচ্ছে কয়েক লাখ টাকা।
এ ব্যাপারে যুবদল কর্মী সোহান পারভেজ বিপু জানান, সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার ছেলে স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক কনক মন্ডল আড়মবাড়িয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারপিট করছে। মামলা দিয়ে হয়রানি করছে।
এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক হেকমতুল্লাহ রহমান কনক মন্ডল জানান, সোহান হোসেন বিপু এলাকায় মাদক ব্যবসাসহ লোকজন নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। আমরা লোকজন নিয়ে তার মাদক ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান, এ ঘটনায় দু গ্রূপের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ থানায় এসেছে। তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh