রামপালে সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় প্লাস্টিক-পলিথিনের দুষণ বন্ধে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তর প্রতিনিধি খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে ও ইয়োথ ফোরামের এম, আর সিফাতের সঞ্চালন সভায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সহসভাপতি আমিনুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
আলোচকগণ গর্বের ধন ও প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবনে প্লাস্টিক পলিথিন দুষণ বন্ধে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এ সময় ইয়োথ গ্রুপের যুব-যুবা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।