× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষুদ্র নৃগোষ্ঠির যুবদের সফলতা নিয়ে সংলাপ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩২ পিএম

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পাওয়া সমতলের প্রান্তিক, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠির যুবদের সফলতা অর্জন নিয়ে সংলাপ হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা হেকস ইপারের উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যটন মোটেলে এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, হেকস-ইপারের কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরীসহ অন্যরা। 

সংলাপে জানানো হয়, সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেকস্-ইপার রংপুর বিভাগের কুড়িগ্রাম, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় ‘ন্যায্যতা, অর্থনৈতিক ক্ষমতায় এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা তৈরী- থ্রাইভ প্রকল্প বাস্তবায়ন করছে।

এর মাধ্যমে প্রান্তিক, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠির যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। ফলে স্বাবলম্বী হওয়াসহ তাদের জীবন-যাত্রার মান বৃদ্ধি পেয়েছে।

সংলাপের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, দেশে জেলা-উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও সেখানে বিশ্ববাজারে কাজ করার মত দক্ষ কর্মী তৈরী করা হচ্ছে না। ফলে অদক্ষ, আধাদক্ষ কর্মীরা বিদেশে কাজ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারছে না।

এজন্য প্রতিটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে যুগোপযোগি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিদেশগমনেচ্ছুক দক্ষ জনবলকে বিদেশে পাঠাতে সহযোগিতা করতে হবে। 

অনুষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পাওয়া যুব, বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, যুব উন্নয়ন অধিদপ্তর, সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ এনজিও প্রতিনিধির উপস্থিত ছিলেন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.