ময়মনসিংহের ত্রিশালে রসের মিষ্টি" দোকান ও বাসস্ট্যান্ডের একটি হোটেলে পঁচা ও বাসি খাবার বিক্রয় এবং নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পৃথক দুটি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান।
সরকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার পৌর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পৌর শহরের রসের মিষ্টি নামক কনফেকশনারীতে পঁচা বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ কেক পাওয়া যাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা অর্থদন্ড ও বাসস্ট্যান্ডের একটি হোটেলে পঁচা - বাসি খাবার বিক্রয় এবং নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ করায় ৪ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করে বেশ কয়েকটি দোকানকে সর্তক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান ।