মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিড়াইপাড়া গ্রামে নতুন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ইমদাদুল হক মিলনের প্রতিষ্ঠান জারিফ এগ্রো ফার্মস-এর নতুন কৃষি প্রজেক্ট পরিদর্শন করেছে উপজেলা কৃষি অফিস। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় কৃষি কর্মকর্তারা জারিফ এগ্রো ফার্মের প্রস্তাবিত শাক সবজি প্রকল্পের এলাকা পরিদর্শন করে প্রকল্পের জমির গঠন ভিত্তিক সবজি চাষের পরামর্শ প্রদান করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার দীপ্তি রানী সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার পল্লব কুমার বাগচী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমাইয়া ইসলাম উপস্থিত ছিলেন। তারা ভাসমান পদ্ধতিতে সবজি উৎপাদন, বাড়ির আঙিনা ও ছাঁদ বাগানে শাকসবজি ও ফলমূল উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উপজেলা কৃষি অফিসার দীপ্তিরানী সরকার বলেন, জারিফ এগ্রো ফার্মের উদ্যোগগুলো বাস্তবায়ন করার সময়ে আমাদের কৃষি অফিস থেকে সকল ধরনের পরামর্শ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করব। যাতে এই প্রকল্প দেখে এই এলাকার আরো নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরী হয়। তিনি এসময় আরো এই ধরনের আধুনিক ও উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য অনুপ্রেরণা হবে এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে ভূমিকা রাখবে।
কৃষি উদ্যোক্তা স্বপ্ননির্মাণ কর্রোরেশনের স্বত্তাধিকারী রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ধানের উৎপাদন ও বিপনন কার্যক্রম করে ব্যবসা পরিচালনা করে আসছি। জারিফ এগ্রো ফার্মের মতন করে আমিও নতুন কিছু কৃষি উদ্যোগ গ্রহণ করবো। কারণ কৃষি ব্যবসায় এখন একটি সম্মান ও লাভজনক ব্যবসায় হিসেবে দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই খাতের উন্নয়নে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক ভূমিকা রয়েছে।’
জারিফ এগ্রো ফার্ম পরিদর্শনকালে স্থানীয় কৃষকরাও নতুন এ উদ্যোগ সম্পর্কে ধারণা নেন এবং তারা উৎসাহিত হন বলে জানিয়েছেন কৃষকরা।