কুষ্টিয়া জেলার এক পুলিশ সদস্যকে পদোন্নতি প্রদান করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নব-পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত কুষ্টিয়া জেলার বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল মো. আঃ রাজ্জাক আকনকে এটিএসআই পদে পদোন্নতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করা হয়।