× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

ঝালকাঠি প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

.ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট

‎ঝালকাঠির কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। রোববার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের একটি কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা রহমান।

‎দুপুরে এই কার্যক্রম পরিদর্শন করেন ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক নান্নু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য এডভোকেট মো. আককাস সিকদার। বিদ্যালয়ের আয়োজনে এই কার্যক্রমের সার্বিক সহযোগিতা করে ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট।

‎এতে বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিদ্যালয়ের ।

‎রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান নাইম খান,  সহকারী যুব প্রধান আহমেদ রাজু, স্বাস্থ্যসেবা সমন্বয়ক হ্যাপি আক্তার ও আজমানুর রহমান জয়সহ মোট ১২ জন স্বেচ্ছাসেবক এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে।

‎ঝালকাঠি ইউনিটের সাধারন সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। দুর্ঘটনা কিংবা যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করতে এ তথ্য অমূল্য ভূমিকা রাখে। এজন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। তিনি জানান, পর্যায়ক্রমে ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ কর্মসূচি চালানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.