× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ,ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি।

১২ আগস্ট ২০২৫, ১৯:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চলাচলের অযোগ্য হয়ে পড়েছে শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নের বাকসাবাইদ গ্রামের কাঁচা রাস্তা। সামান্য বৃষ্টিতেই এলাকার প্রাইমারী স্কুল, মাদরাসা যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় শিক্ষাথীদের। গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। এতে করে চরম ভোগান্তিতে রয়েছেন ওই গ্রামের বাসিন্দাসহ আশপাশের কয়েকগ্রামের মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায় ২ থেকে ৩ হাজার মানুষের বসবাস। সবাই মিলে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বার, প্রশাসন, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সংসদ সদস্যের কাছে কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানিয়েছেন। কিন্তু কেউ কোনো কাজ করেননি। তাই ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। বাকসাবাইদ গ্রামের ওই সড়ক দিয়ে আবুয়ারপাড়া হয়ে শিমুলচড়া, চাংপাড়া, চরশিমুলচড়া কান্দরপাড়াসহ অন্তত ৫/৬ গ্রামের মানুষ যাতায়াত করেন। সড়কের বেহাল দশার ফলে যাতায়াতকারীরা চরম দুভোগে পড়ছেন। গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকাবাসী অভিনবভাবে রাস্তার মাঝে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানান।

রাস্তাটি মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। পাকিস্তান আমলে তৎকালীন চেয়ারম্যান স্থানীয়দের চলাচলে এই কাঁচা সড়কটি নির্মাণ করেন। ৯০ দশকে একবার কাবিখা প্রকল্পের অধীনে সড়কটি মেরামত করা হয়। এরপর এত বছর পরও সংস্কার করা হয়নি রাস্তাটি। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও পর আর তাদের দেখা মেলে না।

স্থানীয় বাসিন্দা নাঈম তালুকদার সংবাদ সারাবেলা কে বলেন, বহু বছর আগে এই কাঁচা রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু এরপর আর সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টিতে কিছু কিছু এলাকায় হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। অতি প্রাচীন রাস্তাটি পাকাকরণ এখন সময়ের দাবি। স্থানীয় বাকসাবাইদ সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আমান উল্লাহ বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। ওই এলাকার বাসিন্দা উত্তর শিমুলচড়া প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক শিল্পী বেগম বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে ৪/৫ গ্রামের মানুষ যাতায়াত করে। সড়কটি বৃষ্টির দিনে রাস্তাটি ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়ে।

সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মোকছেদ আলী বলেন, এই সড়কটি পরিচিতি নম্বর ছিল না। আমি সাধ্যমত চেষ্টা করছিলাম। পরবতীতে সরকার পতন হয়। আর কাজ এগিয়ে নিতে পারি নাই। সড়ক অবস্থা নাজুক।

শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান বলেন, আমার ইউনিয়নে এখনও অনেক কাঁচা সড়ক রয়েছে। যেগুলোতে বর্ষাকালে চলাচলে বেশ ভোগান্তি হচ্ছে জনসাধারণের। ওইসব সড়কগুলো মেরামত ও পাকাকরণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ উর্ধ্বতন মহলে জানানো হয়েছে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, এই সড়কের এমন অবস্থা আমার জানা ছিল না। সদর ইউনিয়নের এমন রাস্তা খুবই দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.