× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সিংড়ায় সাংবাদিকদের মানববন্ধন

সিংড়া ( নাটোর) প্রতিনিধি।

১২ আগস্ট ২০২৫, ১৭:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে নাটোরের সিংড়া উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪টায় সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক মোহাম্মাদ রবিন খানের সঞ্চালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সহ-সভাপতি সুজিত সাহা।

বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ রনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মোতালেব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, সদস্য সারোয়ার হোসেন, আতিকুল রহমান, কামাল পাশা প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.