বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে গেছে। সিমান্তে ঘেষা ৪৩,৪৪ নং পিলারে এলাকায় বিষ্ফোরণে শিকার হয় হাতিটি।
সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সিমান্তে বিষ্ফোরণে আহত অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেন।
স্থানীয়রা জানিয়েছে, বন্যহাতি খাবারের সন্ধানে সিমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। সেখানে ৪৩,৪৪ নং পিলারে এলাকায় পুঁতে রাখা স্থল মাইন বিষ্ফোরণে হাতির ডা পায়ের গোড়ালি উড়ে যায়। পরে আহত অবস্থায় বাংলাদেশে অভ্যান্তরে আসে। সীমান্তে বসবাসকারীরা চিকিৎসা দিতে হাতির দিকে ছুটে গেলে আতঙ্কিত হয়ে আবার ওপারে চলে যায়। পূনরায় আহত অবস্থায় বাংলাদেশে আসলে চাকঢালার চেরাারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে রাখা হয়। তবে বন্যহাতিটি কোন দেশের সেটি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, মাইন বিস্ফোরণে বন্যহাতির পায়ের গোড়ালি উঠে গেছে। স্থানীয় উদ্ধারে করে চিকিৎসা জন্য চেরার মাঠে রাখা হয়েছে। তিনি বলেন, মিযানমারের না বাংলাদেশের বুঝা যাচ্ছে না। কারণ বাংলাদেশের অনেক বন্যহাতি মিয়ানমারে খাবারের সন্ধানে যায় আর সন্ধায় আবারো বাংলাদেশে ফিরে আসে।
নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো:মোজাম্মেল হক সরকার বলেন, মাইন্ড বিষ্ফোরণ আহত হওয়া হাতিটির ডান পায়ে গোড়ালীর প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহত হাতিটিকে কী করা যায় সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।