গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাই মডেল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করেছে ধামরাই সহ সাভার আশুলিয়ার সকল পর্যায়ের সংবাদকর্মীরা।
সোমবার ( ১১ আগস্ট) ধামরাই মডেল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি বায়ান্ন টিভি'র প্রতিনিধি এম শাহীন আলম শাহীনের সভাপতিত্বে ও মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্ত্যারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান এবং সরকারের প্রতি আহ্বান রাখেন সাংবাদিক তুহিনের পরিবারকে আর্থিক সহায়তা করার।