× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপাল মল্লিকের বেড় ইউনিয়নে দুই গ্রুপের বিরোধ, জেলা বিএনপি নেতাদের উদ্যোগে নিষ্পত্তি

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি ।

১১ আগস্ট ২০২৫, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিক এর ইউনিয়নে বিএনপি বিবাদমান দুই গ্রুপের মধ্যে বিরোধ নিস্পত্তি করেছে জেলা বিএনপি নেতৃবৃন্দ।

সোমবার (১১ আগস্ট) সকালে মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে এই বিরোধ নিষ্পত্তি হয়। আসন্ন ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দু দফায় ব্যাপক সংঘর্ষ এবং ৩০ জনের অধিক আহত হয়। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা ঠেকাতে জেলা নেতৃবৃন্দ উদ্যোগী হয়ে এ বিরোধ মীমাংসার আয়োজন করে।

এর আগে ২রা আগস্ট রাতে ইন্ডিয়ান বিএনপি'র সভাপতি প্রার্থী আব্দুল আলীম ও তার সমর্থকেরা অপর গ্রুপের সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকসহ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতরা বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি সহ স্থানীয় সেবা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনার প্রতিবাদে ৩রা আগস্ট বিকেলে সন্ন্যাসী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় শামীম হাসান পলকের সমর্থকেরা।

মানববন্ধন শুরুর প্রাক্কালে উভয় গ্রুপের মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় ইট ছোড়াছুড়ি। ঘটনাস্থলে উপস্থিত রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয়পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকসহ অন্তত বিশ জন আহত হয়। বাজারের অন্তত ২০টি দোকান ভাঙচুর করে তারা। উপজেলা বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের ফলে উভয়পক্ষ শান্ত হন।

বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। বিষয়টি খোঁজখবর নিয়ে উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা করে বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার দিন ধার্য করা হয়। সেভাবে সকল নেতৃবৃন্দ মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদে হাজির হন এবং উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসায় সহায়তা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাদউদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি নেতা হাওলাদার জাহিদুল ইসলাম, আব্দুল আলিম, অ্যাডভোকেট হুমায়ুন কবির, শামীম হাসান পলকসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.