× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে ট্রাফিক পুলিশের জালে ১৭ কেজি গাঁজাসহ গাড়ি আটক

নাটোর প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৫, ১৬:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় ৭ লাখ টাকার গাঁজা উদ্ধার হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, বগুড়া থেকে আসা বলেরো কোম্পানির একটি পিকআপ ভ্যানকে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে কাগজপত্র যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়ে। এসময় গাড়িটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চালক মো. লিটন (পিতা: মো. দুলাল, ভরিয়া, শিবগঞ্জ, বগুড়া) জরিমানার টাকা আনার কথা বলে গাড়ি রেখে পালিয়ে যায়।

পরে ট্রাফিক পুলিশের সন্দেহ হলে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চারটি প্যাকেটে মোট ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

উদ্ধার হওয়া গাঁজা ও গাড়িটি থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.