× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৫, ১৬:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘ প্রায় এক বছর পর উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে কাজী আলাউদ্দিন মন্ডলকে আহ্বায়ক এবং সহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদূদ চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইফতেখারুল ইসলাম শ্যামা, সাখাওয়াত হোসেন তৌহিদ, ইসাহাক আলী মাস্টার মোখলেছুর রহমান সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুস সালাম, রইস উদ্দিন বাদশা, গোলাম ইয়াসিন, রফিকুল ইসলাম শান্ত ,খলিলুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ইউসুফ ও আমিনুর রহমান হৃদয়। সদস্য কাজী গোলাম মোস্তফা, কাজী নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম (অবঃ সাবরেজিস্টার),আবুল কালাম মোহাম্মদ হোসেন বাচ্চু, ডাঃ গোলাম হোসেন,কামরুল হাসান,বজলুর রশীদ,রোকনুজ্জামান রোকন, নুরুল ইসলাম, মিজানুর রহমান সিকদার, মিজানুর রহমান মন্টু, এ্যাড. এসএম জাহিদুল ইসলাম, এ্যাড. আসাদুল হক, আসাদুল হক মঈনু, লিয়াকত আলী লাভলু, মোজাফ্ফর হোসেন ও জাকিরুল ইসলাম শাহীন।

এবিষয়ে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মোঃ আলা উদ্দিন মন্ডল বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই, তবে দল নিজস্ব গতিতে চলবে।  বর্তমানে দল অতীতের যেকোনো সময়ের চেয়ে গতিশীল। আগামী নির্বাচন সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কুড়িগ্রাম জেলা বিএনপি বরাবরে প্রেরণের জন‍্য পত্রে নির্দেশ প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.