× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোনয়ন দৌড়ে আমি বিশ্বাসী না, দল চাইলে নির্বাচনে প্রস্তুত: ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৫, ১৬:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী কিনা এটি দুইশো মোটরসাইকেল সঙ্গে নিয়ে  বোঝাতে হবে এরকম মনোনয়ন দৌড়ে আমি বিশ্বাসী না; এমনকি এজন্য বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে আসিনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ জিয়াউদ্দিন হায়দার। 

রবিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ঝালকাঠির উন্নয়নে সাংবাদিক ও পেশাজীবীদের নানান প্রস্তাব ও মতামত শেষে তিনি তার বক্তব্যের প্রথমেই ব্যাখ্যা করেন কেনো দেশে ফিরলেন। 

তিনি বলেন, আমি বিশ্বের যেকোনো দেশে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম। কিন্তু দেশের জন্য কিছু করার বাসনা আছে বলেই বিশ্বব্যাংকের চাকরি ছেড়েই দেশে ফিরে এসেছি। জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি কমিটেড। নির্বাচন করার জন্যও প্রস্তুত তবে মনোনয়নের দৌড় বলতে যা বোঝায় সেই কালচারে তাল মেলানোর জন্য বিশ্বব্যাংক ছেড়ে আসিনি। এতে যদি আমার ক্ষতি হয় হবে। 

ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার অনুষ্ঠান সঞ্চালনার শুরুতেই বলেন, ঝালকাঠির সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য থাকলেও স্বাধীনতার পর থেকে এই জনপদ উন্নয়ন অবহেলিত। আমির হোসেন আমু ও শাহজাহান ওমরের মতো নেতারা দলীয় প্রধানের উপদেষ্টা হলেও আমরা যতটুকু আশার আলো না পেয়েছি তারচেয়ে বেশি আশা রাখি ঝালকাঠির কৃতি সন্তান জিয়াউদ্দিন হায়দার বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হওয়ায়। এই অঞ্চলের সকল মানুষ যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন উপদেষ্টার সঙ্গে সেই আহ্বান জানান তিনি।

এছাড়া সাংবাদিকরা বলেন, ঝালকাঠিতে যত বড় নেতা তত বড় বঞ্চনা। উন্নয়নে অবহেলা সবসময়। সাংস্কৃতিক পরিমণ্ডল এতটাই ঝিমিয়ে পড়েছে যে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে শিল্পী পাশের জেলা থেকে ভাড়া করতে হয়। জেলার পাবলিক লাইব্রেরির অবস্থা খারাপ। পৌরসভার অনুন্নয়ন পথেঘাটে। ইকোপার্ক প্রজেক্ট আটকে আছে বছরের পর বছর। পৌর মিনিপার্কের অবস্থা শোচনীয়। কর্মসংস্থানের অনেক অভাব তবে পর্যটননির্ভর কর্মসংস্থান সম্ভব। সর্বোপরি সাংবাদিকদের কথায় উঠে এসেছে জেলার অনুন্নয়ন ও মানুষের চিত্তবিনোদনের অপ্রতুল সুবিধার কথা।

এ সকল মতামতের আলোকে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, একাত্তরে ঝালকাঠি শহর পুড়িয়ে দিয়েছিলো পাক হানাদাররা, এখনও সেই পোড়া অর্থনীতি বয়ে বেড়াচ্ছে পুরো জেলা। এখনও চাইলে লবন শিল্প বা অন্যান্য ব্যবসার এপি সেন্টার হতে পারে ঝালকাঠি। 

ড. জিয়া আরও বলেন, এখানকার সরকারি স্কুলে আমার আব্বা পড়েছেন। সেই ওয়ান অব দ্য বেস্ট স্কুলের এখন কী অবস্থা! ঝালকাঠিকে মডেল টাউন বা ইন্টিগ্রেটেড আরবান এরিয়া গড়তে আমাদের কাজ করতে হবে।

সারাদেশের হস্তশিল্প, কুটির শিল্প নিয়ে আমরা কাজ করে কারুপণ্যের প্রবৃদ্ধি কীভাবে বাড়ানো যায় সেটি দেখতে চাই। একজন পাটিকর মাসে ১৫০০ না ১৫ লাখ টাকা আয় করুক সেটি আমরা চাই।

এছাড়া ইকোপার্কের দস্যুবৃত্তির বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে এটর্নি জেনারেলের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন যাতে দ্রুত জায়গাটি রক্ষা পায়। সবশেষে তিনি স্বাস্থ্য ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সাংবাদিকদের ওয়াচডগ ভূমিকার আহ্বান জানান এবং কথাগুলোকে কথার মধ্যে না রেখে এগিয়ে নেয়ার অনুরোধ করেন। 

অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষক ও ব্যাবসায়ী প্রতিনিধিবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.