অবশেষে দীর্ঘ ৯৬ ঘন্টা পর চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা আজ সোমবার সকাল ৯ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি গেইট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে গত ৭ আগস্ট সকাল ৭ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হলেও আজ গত সকাল ৭ টায় হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে সোমবার সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কর্ণফুলীর নদীর দুই পাড়ে অসংখ্য হালকা এবং মাঝারি যানবাহন ফেরিতে উঠছে। আবার কিছু কিছু যানবাহন ফেরিতে উঠার অপেক্ষা করছে। এসময় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এসময় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় বাস চালক জামাল হোসেন, ট্রাক চালক জনি সূত্রধর, সিএনজি চালক করিম ও জনি মারমা এবং জীপ চালক মো: আলম এর সাথে। তাঁরা সকলে বলেন, কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশী থাকায় গত ৪ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আজ সোমবার হতে ফেরি চালু হওয়ায় আমাদের কষ্ট লাগব হবে।